রাণীনগর-আত্রাইয়ে মুকুলে-মুকুলে সেজেছে আম বাগানগুলো
নয়া দিগন্ত
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩
ছয় ঋতুর এই বাংলাদেশে সৌন্দর্যের রাজা বলে পরিচিত বসন্তকাল। ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙা ফুলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারো ফিরে এলো বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত। রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে,
তেমনি নতুন সাজে যেন সেজেছে রাণীনগর-আত্রাই উপজেলার আম বাগানগুলো। পল্লীকবি জসীমউদ্দিন তার মামার বাড়ি কবিতার লিখেছেন আয় ছেলেরা, আয় মেয়েরা / ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে / মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে / আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে / রঙিন করি মুখ...।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাগান
- আম গাছে মুকুল