![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F24%2Fequador.jpg%3Fitok%3DuRvTRWsY%26timestamp%3D1614134594)
ইকুয়েডরের তিন কারাগারে দাঙ্গা, অন্তত ৬২ জন নিহত
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি শহরের পৃথক তিনটি জেলখানায় ভয়াবহ দাঙ্গা-সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছে বলে গতকাল মঙ্গলবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ কথা জানানো হয়।
ইকুয়েডর কর্তৃপক্ষ বলছে, প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর সদস্যেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গায়াকিল, কেনসা ও লাটাকুঙ্গা শহরের জেলখানায় গত সোমবার রাতে সশস্ত্র সংঘর্ষে জড়ান। এতে বন্দুকের গুলি ও ছুরিকাঘাতে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।