চাকরি হারাচ্ছেন মরিনিও?
আট বছর হয়ে গেছে সে ঘটনার। তখনও মূল কোচ হিসেবে হাতেখড়ি হয়নি ইউলিয়ান নাগলসমানের। হফেনহেইমের সহকারী কোচ হিসেবে হাত পাকাচ্ছেন। আর জার্মান গোলরক্ষক টিম ভাইজ খেলতেন হফেনহেইমে।
নাগলসমানের একাগ্রতা ও কৌশলগত টুকিটাকি নিয়ে দূরদৃষ্টি দেখে ভাইজ নাম দিলেন ‘বেবি মরিনিও’।জোসে মরিনিও তখন বিশ্বের অন্যতম সেরা কোচ। ইন্টার মিলানের হয়ে ‘ট্রেবল’ জিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বার্সেলোনার আধিপত্য ভাঙার জন্য।