অনলাইন পাঠের বাইরে ৫১ শতাংশ শিক্ষার্থী

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯

আজ মঙ্গলবার ‘মহামারি ও যুবসমাজ: চারটি নির্বাচিত জেলা থেকে জরিপ অনুসন্ধান’ শীর্ষক অনলাইন সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও বেসরকারি সংস্থা একশনএইড এ জরিপ করে। দেশের যে চার জেলায় জরিপ পরিচালিত হয়, সেগুলো হলো কুড়িগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা ও বরগুনা। গত বছরের ডিসেম্বরে এসব তথ্য সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সানেমের গবেষক মাহতাব উদ্দিন। গবেষণায় দেখা গেছে, করোনাকালে কুড়িগ্রামের ৫৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী অনলাইন পাঠ নিতে পারেনি। সাতক্ষীরায় এই হার ৫৫ শতাংশ। বরগুনা ও রাজশাহীতে এই হার যথাক্রমে ৫১ দশমিক ৯ ও ৪১ শতাংশ। এর মধ্যে ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার ৪৯ দশমিক ৯ শতাংশ এবং মেয়ে শিক্ষার্থীদের এই হার ৫৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও