খবর প্রকাশের জন্য অর্থ দেবে ফেসবুক

প্রথম আলো অস্ট্রেলিয়া প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৯

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয়র (নিউজ কনটেন্ট) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। আর সংবাদ আধেয় প্রকাশের জন্য তারা অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থও দেবে। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার আওতায় ফেসবুক এসব পদক্ষেপ নিতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত একটি নতুন আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত বৃহস্পতিবার দেশটিতে সংবাদ আধেয় ব্লক করে দেয় ফেসবুক। প্রস্তাবিত আইনটিতে সংবাদ আধেয় প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দিতে ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে বাধ্য করার বিধান রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ আজ সমঝোতার ঘোষণা দেন। তিনি এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত আইনটিতে সংশোধনী আনা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও