কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেনিয়ায় মাতৃভাষা দিবস উদ্‌যাপন

প্রথম আলো কেনিয়া প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬

কেনিয়ার রাজধানী নাইরোবিতে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিস্তারিত কর্মসূচির মাধ্যমে গত রোববার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। দিনের শুরুতে হাইকমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার মিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। মিশনের সব কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় অতিথিরা এ সময়ে উপস্থিত ছিলেন।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে মিশনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে শহীদ দিবসের ওপর চিত্রাঙ্কন ও তা প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে