গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দহবন্দ ইউপির পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক কুদ্দুস মিয়া শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের দিয়ানত উল্লাহ ব্যাপারীর ছেলে।
ওসি আব্দুল্লাহিল জামান জানান, মঙ্গলবার সকালে কুদ্দুস মিয়া বাইসাইকেলে নিজ বাড়ি থেকে ঝিনিয়ার বাজার যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ইটবোঝাই ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি বাইসাইকেলসহ সড়কে পড়ে যান। এতে ট্রাক্টরটি ওই ব্যক্তিকে চাপা দিলে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.