খড়গপুর IIT-র ৬৬তম সমাবর্তন অনুষ্ঠানে কবিগুরুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারের এই অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্ুদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টানলেন তিনি। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, 'রাস্তা লম্বা হলেও ধৈর্য্য রাখতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গেই এগোতে হবে। ব্যর্থতাকেও সদর্থকভাবে দেখতে হবে। আত্মত্যাগই সবচেয়ে বড় শক্তি।'
সমাবর্তন অনুষ্ঠানে খড়গপুর IIT-র ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বিশ্বের মানচিত্রে ভারতকে তুলে ধরতে এই প্রতিষ্ঠানের অগ্রনী ভূমিকা রয়েছে। প্রতিটি IIT এখন স্বতন্ত্র প্রযুক্তির পীঠস্থানে পরিণত হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রীদের কাছেই ভারতের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে।' পাশাপাশি পড়ুয়াদের তিনি বলেন, 'পরিবর্তন আনতে গেলে শুরুটাই আবশ্যিক। ভবিষ্যতের আবিষ্কার এখন থেকেই শুরু করতে হবে।' পাশাপাশি, করোনা পরিস্থিতি মোকবিকায় IIT খড়গপুরের ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.