![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F7ce0c409-9295-4da6-a38e-7aa5c35209d1%252Faeb6edfe879e16f83342441b98a2c145_5eafbf0b859c4.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যে কারণে কানাডায় বসে কাঁদছেন তিন্নি
কয়েক দিন ধরে মন ভালো নেই মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির। ক্ষণে ক্ষণে কাঁদছেন। কাজকর্মেও খুব একটা মন বসছে না তাঁর। বাসার বাইরে কোথাও যাচ্ছেন না। দাদিকে হারিয়ে তিন্নির এই অবস্থা হয়েছে।
রোববার বাংলাদেশ সময় দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হলে তিন্নির এই অবস্থা জানা যায়। সপ্তাহখানেক আগে ৯৫ বছর বয়সে ব্রেন স্ট্রোক করে বাংলাদেশে মারা যান তিন্নির দাদি বাসন্তী রানী দত্ত।