হিমেল ভাব থাকলেও কলকাতায় ধীরে ধীরে চড়বে পারদ
ফাগুনের শুরু থেকেই শীতের বিদায়ঘণ্টা বেজেছে। কখনও পারদ নামছে তো আবার কখনও বাড়ছে তাপমাত্রা। তবে, ঠান্ডা আর পড়বে না। বরং, ধীরে ধীরে পারদ চড়বে কলকাতা সহ রাজ্যে। আবহাওয়ার চরিত্রই জানান দিচ্ছে যে বসন্ত জাগ্রত দ্বারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ধীরে ধীরে শহরের তাপমাত্রা বাড়বে। এদিকে, ভোর ও রাতের দিকে হাল্কা ঠান্ডার আমেজ এখনও টের পাচ্ছেন শহরবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, এমন আমেজের মেয়াদ আর ক'টা দিনই থাকবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শীতের আমেজ
- তাপমাত্রা
- আবহাওয়া
- উষ্ণতা