গাজীপুরে সহোদরের পুকুরে কীটনাশক প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে দেড় বিঘার দুটি পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে। সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ দুই পুকুর মালিক সহোদর শুক্কুর আলী ও আমিনুল ইসলাম পালোয়ান। তারা কালীগঞ্জের মোক্তারপুর ইউপির বড়গাঁও গ্রামের বদরুজ্জামান পালোয়ানের ছেলে।
তারা জানান, শনিবার রাতে তাদের বাড়ির পাশের দুটি পুকুরে কে বা কারা কীটনাশক প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রথমে মাছের রোগ হয়েছে ভেবে বিষয়টি আমলে নেয়নি তারা। সোমবার একে একে পুকুরে চাষ করা রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়া, সরপুঁটিসহ সব দেশি মাছ ভেসে উঠে। তবে এ ব্যাপারে কাউকে দোষী সাব্যস্ত করে আইনের আশ্রয় নেননি তারা। স্থানীয় জেলে খবর দিয়ে মাছগুলো এক সাথে করে মাটির পুঁতে রাখেন তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কীটনাশক
- বিষ প্রয়োগ
- সহোদর