মুঠো মুঠো পেনকিলার নয়, গভীর ঘুমই হতে পারে স্নায়ুরোগের অব্যর্থ ওষুধ: সমীক্ষা
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৭
এই সময় ডিজিটাল ডেস্ক: স্নায়ুঘটিত রোগ সম্পর্কে অনেক ক্ষেত্রেই আমাদের স্পষ্ট ধারণা থাকে না। তাই কখন সচেতন হতে হবে, তা আমরা ঠিক মতো বুঝে উঠতে পারি না। অন্য দিকে, চিকিৎসার গুরুত্বপূর্ণ সময়ও পেরিয়ে যায়। তবে একটি সমীক্ষায় জানা গিয়েছে, স্নায়ুরোগের নানা জটিল সমস্যার সমাধান হতে পারে কেবলমাত্র ঘুমানোর ফলেই।
এ ক্ষেত্রে এই সমস্যার উপসর্গ নির্ধারণ করতে হবে। চল্লিশের উপরে কিন্তু ষাটের নীচে হলে এপিলেপ্সি, স্ট্রোক, কোমরের নীচের দিকে ব্যথা, মাথাব্যথা হতে পারে। বয়স ষাটের ঊর্ধ্বে হলে স্ট্রোক, ডিমেনশিয়া, মস্তিষ্কে সংক্রমণের মতো সমস্যা দেখা যায়। তবে, এপিলেপ্সির সমস্যা জিনগত কারণে হয়, এটি ১৮-২০ বছর বয়সের মধ্যেও হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- স্নায়ু
- স্ট্রোকের লক্ষণ
- স্নায়ুরোগ