২৪ মে খুলছে বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৯
ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেয়া হবে। সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ডা. দীপু মনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে (কোভিড-১৯) গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।