মার্চের প্রথম সপ্তাহেই ভোটের দিন ঘোষণা, ইঙ্গিত মোদীর
এই সময় ডিজিটাল ডেস্ক: একুশের ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, সে নিয়ে জোর চর্চা চলছে। এই প্রেক্ষাপটে ভোটের দিনক্ষণের সম্ভাব্য সময়সূচি আগাম জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার অসমে গিয়ে মোদী ইঙ্গিত দিলেন, মার্চের প্রথম সপ্তাহেই অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে। অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কমিশনেপ আগে মোদী কীভাবে নির্বাচন ঘোষণার সম্ভাব্য সময়সূচি নিয়ে কথা বললেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এর আগে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়ে নির্বাচন ঘোষণার সম্ভাব্য সময়সীমার কথা বলেছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে