You have reached your daily news limit

Please log in to continue


মাটিতে লুটিয়ে শাড়ির আঁচল, বিন্দাস নেহার ভিডিয়ো ভাইরাল

সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ নেহা কক্কর৷ যখন যা করছেন তা আপলোড করছেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে ৷ আর সেই ছবি-ভিডিওতে লাইক, শেয়ার নজরে পড়ার মতো ৷ তবে শুধু নিজেই নেহা একা নন, স্বামী রোহনপ্রীতকে সঙ্গে নিয়েও ছবি, ভিডিয়োশেয়ার করে থাকেন বলিউডে ভাইরাল গায়িকা নেহা কক্কর ৷ আসলে, সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে থাকার অভ্যাসটা নেহার অনেক দিনের পুরনো ৷ কারণ, এই সোশ্যাল নেটওয়ার্ক, বিশেষ করে ইউটিউব থেকেই তো জনপ্রিয়তায় আসা নেহার৷ নেহা মানেই তো ইউটিউবে সিঙ্গল স্টার৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন