![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2021/Feb/22/1613955812889.jpg)
নাইজারে মাইন বিস্ফোরণে ৭ নির্বাচন কর্মকর্তা নিহত
নাইজারে মাইন বিস্ফোরণে দেশটির জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) সাত কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) পশ্চিম নাইজারের জিহাদি-অধ্যুষিত টিলাবেরি এলাকায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। নির্বাচন কর্মকর্তারা পশ্চিম নাইজারের জিহাদি-অধ্যুষিত টিলাবেরি এলাকার ভোটকেন্দ্রগুলিতে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।