সিরিয়ায় রাসায়নিক হামলা করতে ক্লোরিন গ্যাস এনেছে সন্ত্রাসীরা: রাশিয়া
সিরিয়ায় আরেকটি রাসায়নিক হামলার জন্য সন্ত্রাসীরা প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা। সিরিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটি ‘হেমেইমিম’ এর কর্মকর্তারা দাবি করেছেন, তাদের কাছে তথ্য আছে একদল সন্ত্রাসী ইদলিব প্রদেশে বিষাক্ত ক্লোরিন গ্যাস এনেছে,
তারা এই গ্যাস ব্যবহার করে রাসায়নিক হামলার পর এর দায় সরকারি বাহিনীর ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইদলিবের উত্তর-পূর্ব অংশে এই হামলা চালানো হতে পারে। মস্কো বলছে, সিরিয়ার সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানকে বন্ধ করার লক্ষ্যে এ ধরনের অপকৌশল নতুন নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.