রাবি ক্যাম্পাস-হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডেইলি স্টার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আবাসিক হলগুলো খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

আজ রোববার ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেয়।

উপাচার্যের বাসভবনের সামনে ক্যাম্পাস-হল খোলার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আজকের অবস্থান কর্মসূচী শেষ করেছেন শিক্ষার্থীরা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, ‘শিক্ষকদের কোনো কিছু বন্ধ নেই, বন্ধ শুধু আমাদের জীবন ও যৌবন। করোনা কারণে শুধু বন্ধ শিক্ষা ব্যবস্থা। আমরা ধুকে ধুকে মরছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও