শহীদ মিনার নেই পীরগাছার শতাধিক বিদ্যালয়ে
রংপুরের পীরগাছার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ২১ ফেব্রুয়ারি এলে আশপাশের কোনো শহীদ মিনারে যেতে হয় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। অনেকে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
জানা গেছে, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭৮টি, মাদরাসা ৩৬টি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫৩টি ও কলেজ ১৭টি। এর মধ্যে পশ্চিমদেবু, অন্নদানগর, সাতদরগা, নাছুমামুদ, অনন্তরাম, তাম্বুলপুর, দুড়াগাড়ি, নেকমামুদ, দুধিয়াবাড়ী, চণ্ডিপুর, পবিত্রঝাড়, তালুক ইশাদ, ব্রাহ্ম্ণীকুণ্ডা, কালীগঞ্জ, মমিন বাজার, তালুক ইশাদ ফকিরটারি সরকারি, ধনীর বাজার, রাজবাড়ী, নেকমামুদ বালিকা, পবিত্রঝাড়, পীরগাছা বালিকা বিদ্যালয়সহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।