অযত্ন-অবহেলায় পড়ে আছে নোয়াখালীর প্রথম শহীদ মিনার
১৯৫৩ সালে নোয়াখালীর কাজীরহাট এম.ই. স্কুল (বর্তমান কাজীরহাট প্রাথমিক বিদ্যালয়) মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে ২১ ফ্রেব্রুয়ারি রাতে মাটি দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এটিই ছিল নোয়াখালী জেলার প্রথম শহীদ মিনার। কিন্তু ৬৯ বছর পরও এ ঐতিহাসিক শহীদ মিনারটির স্বীকৃতি মেলেনি। পাশাপাশি এর তেমন কোনো উন্নয়নও হয়নি।
স্থানীয়রা জানান, ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মাষ্টার আবদুল করিমের পরামর্শে তার কয়েকজন ছাত্র কাজীরহাট এম.ই স্কুল মাঠে কাদা-মাটি দিয়ে তৈরি করেন শহীদ মিনার। কিন্তু কিছু ধর্মান্ধ ব্যক্তির ইন্ধনে তাদের লেলিয়ে দেয়া মুসলিম লীগ কর্মীরা শহীদ মিনারটি ভেঙে ফেলে। তবুও তারা দমেননি। ভয়-ভীতি উপেক্ষা করে আবারও শহীদ মিনার বানিয়ে তারা ভাষা শহীদদের স্মরণ করেন গাঁদা ফুলের মালা দিয়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শহীদ মিনার
- অযত্ন- অবহেলায়