কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই!

বায়ান্নর ভাষা আন্দোলনের ৬৮ বছর পার হয়েছে। আর এবারের স্বাধীনতা দিবসে উদ্যাপন হবে দেশ স্বাধীনের অর্ধশত বছর। এত দীর্ঘ সময়েও কক্সবাজারে সরকারি সুবিধা নেওয়া ৮ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে উঠেনি। আর প্রায় দেড়শ মাদ্রাসার কোনোটিতে নেই ভাষা শহীদদের স্মৃতির এ ফলক। ফলে, ভাষার জন্য জীবন দেওয়া ভাষা শহীদদের বিষয়ে কিছু জানে না শিক্ষার্থীরা। এতে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া বীরদের প্রতি শ্রদ্ধাবোধও জন্মাচ্ছে না তাদের মনে। ফেব্রুয়ারি মাসে যেনতেন ভাবে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও, আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য বা গুরুত্ব নেই শিক্ষার্থীসহ স্থানীয়দের। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও তা অনেকটা ভগ্নদশায়। ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান চালিয়ে নামমাত্র অনুষ্ঠান পালন করা হয়। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এদিন বন্ধও থাকে। মাদ্রাসাগুলোতে শহীদ মিনারের অস্তিত্বতো নেই-ই, তার ওপর সিংহভাগ মাদ্রাসা এসব দিবস পালনে বিমুখ। কারণ, অধিকাংশ মাদ্রাসা শিক্ষকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে ‘শরিয়তবিরোধী’ বলে অভিহিত করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন