কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ ভারত থেকে সরানোর দাবি জানাতে পারে পাক ক্রিকেট বোর্ড

আনন্দবাজার (ভারত) লাহোর প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৬

চলতি বছরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিল পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভিসা পাওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি না পেলে তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে করার দাবি জানাবেন। মানি এও বলে দিয়েছেন, তাঁরা তাঁদের মনোভাবের কথা আইসিসি-কে জানিয়েও দিয়েছেন।

শনিবার লাহৌরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মানি বলেন, ‘‘বড় তিন দেশের মানসিকতা বদলের সময় এসেছে। আমরা শুধু পাকিস্তান ক্রিকেটারদের ভিসা পাওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি চাইছি না। পাকিস্তানি সাংবাদিক এবং দর্শকদের ভিসা পাওয়ার ব্যাপারেও লিখিত নিশ্চয়তা চাই।’’ পাক বোর্ডকর্তা এও বলেন, ‘‘আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি, মার্চ মাসের মধ্যে ভারতকে এই ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। না হলে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভারত থেকে স‌ংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার জন্য ময়দানে নামব।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও