শিক্ষার্থীদের সঙ্গে সড়কে আলপনা আঁকলেন কাউন্সিলর
বুড়িগঙ্গা নদী ও আদি চ্যানেল ঘিরে কামরাঙ্গীরচর এলাকা। ৩ দশমিক ৬৩ বর্গ কিলোমিটার আয়তনের এই চরে ১৫ লাখের বেশি মানুষের বাস। কিন্তু এখানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে ছিল না কোনো শহীদ মিনার।
দিবস পালনে নাগরিকদেরও আগ্রহ ছিল কম। এমন প্রেক্ষাপটে ২০১৮ সালে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে কেন্দ্রীয়ভাবে একটি শহীদ মিনার নির্মাণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন।