![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F9d15bb88-eb5a-4506-aeae-b209d427a3ef%252F2.jpg%3Frect%3D0%252C85%252C750%252C394%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পারিবারিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে: আ স ম রব
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইনের অধীনে পরিচালনা না করে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা চরম ঝুঁকিতে পড়েছে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অন্তর্নিহিত শক্তি বিনষ্ট হয়ে যাচ্ছে, নৈতিকভাবে অসার হয়ে পড়ছে।