শ্রীমঙ্গলে বসন্ত উৎসবে লালজমিন মঞ্চায়ন
ঘড়ির কাটায় তখন বিকেল ঠিক তিনটে বেজে দশ। পরিপাটি করে গোছানো উৎসবস্থল। আয়োজকরা চারিদিকটা ভাল করে দেখে নিচ্ছেন কোথাও কোন অপূর্ণতা থেকে গেলো কিনা। যদিও বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতেই সব আয়োজন শেষ করেই বাসায় ফিরেছেন তারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটা থেকেই উৎসব স্থলে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। কেউ হলুদ শাড়ি, কেউ লাল, কেউবা সাদা, কেউ আবার সাদা-কালো বুটির শাড়িতে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আয়োজন
- বসন্ত উৎসব