![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/02/20/sergio-aguero-200221-01.jpg/ALTERNATES/w640/sergio-aguero-200221-01.jpg)
ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তায় আগুয়েরো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫১
চলতি মৌসুম শেষেই শেষ হবে ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ। কিন্তু ভবিষ্যত নিয়ে এখনও অনিশ্চয়তায় দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়া আগুয়েরো দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।