নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা হরতাল শিথিল করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে হরতাল শিথিল করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
এদিকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে মির্জার সমর্থিত ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কাদের মির্জার নেতৃত্বে তাঁর অনুসারীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.