![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsarika-20210220154525.jpg)
আবারও জুটি বাঁধলেন ফারহান-সারিকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৫
এর আগেও এই জুটির নাটক দশর্কে বেশ সাদরে গ্রহণ করেছেন। যার ফলে তাদের জুটিবদ্ধ হয়ে নাটকে অভিনয় করা মানেই হচ্ছে দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন। তেমনটাই ঘটে গেল আবারও। সম্প্রতি তারা ‘সিগন্যাল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।
সহিদ উন নবীর গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ।