You have reached your daily news limit

Please log in to continue


শতকোটি রুপি বাজেটের ছবিও যখন

বলিউডে শতকোটি রুপি আয় করার ছবি বছরে বেশ কয়েকটিই থাকে। আর শতকোটি না হলেও মোটা টাকা আয় করে কমবেশি অনেক ছবিই। বাণিজ্যের বিকাশে বলিউডে ছবি নির্মাণের বাজেটও এখন নিয়মিতভাবে শতকোটি রুপি ছাড়িয়ে যায়। তবে শতকোটি রুপি বাজেট এবং তারকাবহুল ছবিও গত কয়েক বছরে ফ্লপ হয়েছে। ২০০ কোটি রুপি বাজেটে শাহরুখ খানও ফ্লপ! বলিউডের এমন কিছু ফ্লপ ছবির খোঁজ এবার জেনে নেয়া যাক— জিরো- বলিউড বাদশাহরও সব ছবি বক্স অফিসে সফল হয় না। তাজহীন বাদশাহের আর্থিক ক্ষতিও এক বিরাট ব্যাপার। শাহরুখের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা মিলেও জিরো ছবির ক্ষতি ঠেকাতে পারেননি। ছবিটি এমনকি ১০০ কোটি রুপি আয় করতেও খাবি খেয়েছে। সব মিলিয়ে বিভিন্ন খাত থেকে ছবিটি শেষমেশ আয় করেছিল ১৭৮ কোটি রুপি। ছবির বাজেট ছিল ২০০ কোটি রুপি। টিউবলাইট- কয়েক বছরে সালমান খান বলিউডে উপহার দিয়েছেন একের পর এক মেগা হিট। তবে একমাত্র ব্যতিক্রম ছিল টিউবলাইট। ছবিতে বজরঙ্গি ভাইজানের মতো দর্শকের আবেগকে নাড়া দেয়ার চেষ্টা ছিল, কিন্তু এ যাত্রায় তা সফল হয়নি। সালমান ও সোহেল খান অভিনীত টিউবলাইট বক্স অফিসকে আলোকিত করতে পারেনি। এ ছবির বাজেট ছিল ১৩৫ কোটি রুপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন