![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/02/19/og/190135_bangladesh_pratidin_Mongla.jpg)
মোংলায় ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার
মোংলার ১ নম্বর জেটি এলাকা থেকে ১৫ বোতল বিদেশি মদসহ একটি জালিবোট আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী ও বোট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ (৪৫) তার সহযোগীরা। বেল্লাল পৌর শহরের সামছুর রহমান রোড এলাকার বাসিন্দা নোয়াখালীর আজিজ ফোরম্যানের ছেলে।