![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F19%2Fmongla-.jpg%3Fitok%3DFU5f4Dcg)
মোংলা বন্দর থেকে জালিবোটসহ বিদেশি মদ জব্দ
মোংলার ১ নম্বর জেটি এলাকা থেকে ১৫ বোতল বিদেশি মদসহ একটি জালিবোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদকগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক জানান, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে মদ (হুইচকি) জালিবোটে (নৌযান) এনে ১ নম্বর জেটি এলাকায় রাখা হয়েছে। এমন গোপন সংবাদে আজ দুপুরে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চার কার্টন মদ তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে পালিয়ে যায়।