![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-81108288,imgsize-273615/pic.jpg)
অসুখ থেকে রক্ষা করতে নবজাতককে চুমু খাবেন না ভুলেও!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭
শিশুকে সবাই ভালোবাসে। শিশুর হাসি, কান্না, হাত পা নাড়ানো, মুখভঙ্গী সবকিছুই ভালোবাসার বন্ধনে সবাইকে জড়িয়ে রাখে। ঘরে একটা শিশু থাকা মানে সেই বাড়ির পরিবেশ বদলে যায়। শিশুর ছোট্ট ছোট্ট পা, অনাবিল হাসি, ফুলো ফুলো গাল বাধ্য করে তাদের ভালোবাসতে। তাই শিশুকে কোলে নিতে, তাকে আদর করতে সবাই পছন্দ করে। কিন্তু খেয়াল রাখবেন নবজাতককে কেউ যেন চুমু না খায়।
অন্য কেউ তো বটেই বাবা মাও কখনোই শিশু সন্তানকে চুমু খাবেন না। বিশেষ করে তাদের মুখে চুমু খাওয়া মানে আপনার মুখের যাবতীয় রোগ জীবাণু শিশুর শরীরে ঢুকে যাওয়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সতর্কতা
- শিশু
- অসুখ