চিত্রক পুরোনো ঠিকানায় ফিরছে নিসারের ‘ষাট বছরের খতিয়ান’ দিয়ে

প্রথম আলো ধানমন্ডি থানা প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৭

ষাট ছুঁই ছুঁই নিসার হোসেন। কলাতত্ত্ব ও লোকশিল্পে তাঁর ঈর্ষণীয় বিচরণ। বাংলাদেশ তথা দক্ষিণ এশীয় দেশগুলোর সাংস্কৃতিক মহলে রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। নিয়মিত আঁকলেও তাঁর ছবি নিয়ে নিয়মিত প্রদর্শনী হয় না। তিনি মনে করেন,

তাঁর ছবিগুলো খুব একটা দৃষ্টিনন্দন নয়। বরং সেগুলোর বিষয়বস্তু পীড়াদায়ক। তবে এখনকার মানুষদের সেই ছবিগুলো দেখানো দরকার বলে মনে করছেন শিল্পী নিজেই। ছবিতে যে কথা তিনি বলেন, তা মানুষের সঙ্গে বিনিময় করা দরকার। কেননা, সেসব বলার এখনই সময়, এ একরকম প্রতিবাদও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও