কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহারাষ্ট্রে সংক্রমণের প্রভাব, দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত ৯৭

আনন্দবাজার (ভারত) মহারাষ্ট্র প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২

ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় করোনার যে নতুন প্রজাতি ধরা পড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই এ দেশেও একটা উদ্বেগ ছড়িয়েছে। তার মধ্যেই চিন্তা আরও বাড়িয়েছে মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণে হঠাৎ রোগী বৃদ্ধির সংখ্যা। বৃহস্পতিবারই সেখানে ৫ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে মুম্বইয়ে শুধু ৭০০ জন নতুন সংক্রমিত। এর জেরে দেশে দৈনিক সংক্রমণের গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী।

শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৪। বিশেষজ্ঞরা বলছেন, মুম্বইয়ে যে হারে সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে, তার প্রভাবেই ফের বাড়তে শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও