এমভি মহারাজ লঞ্চডুবির আজ ১৬ বছর

ইনকিলাব মতলব উত্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৩

আজ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর জন্য ভয়াল একদিন। ২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এমভি মহারাজ লঞ্চটি কালবৈশাখী ঝড়ে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে উল্টে নিমজ্জিত হয়। ভয়াল এ ট্রাজেডির ১৬ বছর পূর্ণ হলো আজ। বছর শেষে এই দিনটি ফিরে এলে মনে পড়ে যায় ভয়াল লঞ্চ দুর্ঘটনার কথা। যেদিন প্রিয়জনদের হারিয়েছে তাদের স্বজন।

এ দুর্ঘটনায় লঞ্চে থাকা প্রায় দু'শতাধিক বিভিন্ন বয়সী নারী-শিশু ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার যাত্রী ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন জেলা-উপজেলার যাত্রী ছিল। লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্না থেমে নেই আজও। মতলববাসীর জন্যে আজকের দিনটি হচ্ছে শোকাবহ এক স্মরণীয় দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও