![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fc9ac765c-3ce2-410d-b823-8e25ad0f1b37%252F151288157_1922823574560892_4168958885251910873_n__1_.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
প্রেমে প্রতারিত হয়ে অন্ধকার জগতে শিউলি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩
শিউলি ইমনকে ভালোবাসে। কিন্তু ইমন তার সঙ্গে প্রতারণা করে। প্রেমে প্রতারিত হয়ে হতাশা আর বিষণ্নতা থেকে শিউলি নামে অন্ধকারে। সেখানেও যুক্ত হয় একজন সঙ্গী। শুরু হয় একের পর এক অপরাধ। বিদেশিদের একটা দল ঘুরতে আসে বাংলাদেশে। তাদের সঙ্গে যুক্ত হয় শিউলি আর তার ‘ক্রাইম পার্টনার’। ঘটনা মোড় নেয় অন্যদিকে।