![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fc5bd5e83-3d90-46ab-b90f-9ff890a906ca%252Fnew_SYLHET_PIC_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ছুরিসহ সৎ ছেলে আটক
সিলেট শহরতলির শাহপরান থানা এলাকার বিআইডিসি মহল্লার একটি বাড়িতে শোয়ার ঘরের বিছানায় পড়ে থাকা মা ও ৯ বছরের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন ছিল। দুজনের লাশের পাশে সাত বছরের এক শিশু ছুরিকাঘাতে আহত অবস্থায় কাতরাচ্ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।