পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন
শুক্র-শনিবারের সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ২১শে ফেব্রুয়ারির ছুটি। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষামাণ যানবাহনের সারি। আধ ঘণ্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ রয়েছে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক এবং শতাধিক বাস রয়েছে। ব্যক্তিগত ছোট গাড়ির বাড়তি চাপ থাকলেও অপেক্ষামাণ দীর্ঘ সারি নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবহন
- ফেরি চলাচল
- সাধারণ ছুটি