![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Feb/1613648818_4-2.jpg)
অমিতের সভায় আচমকা বিক্ষোভ মহিলার, সামাল দিতে বক্তৃতায় বারংবার ‘হোঁচট’ খেলেন শাহ
নামখানার জনসভায় অমিত শাহর বক্তৃতার সময় এক মহিলার বিক্ষোভ ঘিরে অস্বস্তিতে পড়তে হল বিজেপি-কে। ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সূচনা করে জনসভায় সবে বক্তৃতা দিতে শুরু করেছেন অমিত। তখনই একেবারে সামনের সারিতে এসে ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাড়ি পরিহিতা এক মধ্যবয়সী মহিলা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বক্তৃতা
- বিক্ষোভ
- অমিত শাহ