দাম ১৬ কোটি ২৫ লাখ! আইপিএলের সব রেকর্ড ভাঙলেন ক্রিস মরিস
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৫
                        
                    
                চলছে চতুর্দশ আইপিএলের নিলাম। দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিসকে গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি রুপি দিয়ে। আর এবারে তাকে ১৬.২৫ কোটি রুপি দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল রাজস্থান রয়্যালস। গত আইপিএলের পর একটিও ম্যাচ না খেলেই তিনি এই দর পেলেন।
- ট্যাগ:
 - খেলা
 - ক্রিকেট
 - নিলাম
 - শীর্ষে
 - ক্রিস মরিস