চকরিয়া ও মহেশখালী পৌরসভাসহ জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন ১১ এপ্রিল
চকরিয়া ও মহেশখালী পৌরসভাসহ কক্সবাজার জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। জানা গেছে, মেয়র-চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং মহেশখালীর ৪টি ইউনিয়ন, কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন ও টেকনাফের ৫টি ইউনিয়ন পরিষদে। তবে চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে।
কক্সবাজার জেলার ১৫ ইউনিয়নসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পৌরসভা নির্বাচন
- ইউনিয়ন পরিষদ