কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জাতিসংঘের স্থায়ী মিশনে অমর একুশ পালনের প্রস্তুতি

সাত দেশসহ জাতিসংঘ সদর দফতর ও ইউনেস্কোর যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। জাতিসংঘে নিযুক্ত ব্রাজিল, কানাডা, মিসর, জর্ডান, লিথুনিয়া ও নিউজিল্যান্ড মিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) উদযাপন উপলক্ষে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা’। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা করোনা মহামারির এই নজিরবিহীন সংকট মোকাবিলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলদ্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার ও এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন