![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/02/18/082629Untitled-1.jpg)
ধামরাইয়ে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি
ঢাকার ধামরাইয়ে ফসলি জমিতে বৈদ্যুতিক তারের খুঁটি। সেই খুঁটির চারপাশের মাটি কেটে ইটভাটায় নেওয়ার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধসে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। অথচ দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরবাস্তা এলাকায় কয়েকটি ইটভাটায় মাটি কেটে নিচ্ছে ভাটার মালিক মুজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন, ডিয়ার ইটভাটার মালিক শাহিনুর রহমান শাহিন ও অন্য আরেকটি ভাটার মালিক সাজেদুল হক। তারা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটির চারপাশে গভীর গর্ত করে পুকুর বানিয়ে মাটি কেটে নিয়েছে। এতে যেকোনো সময় বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যেতে পারে।