![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fa0f0b029-1136-44a6-b12d-7c5aa4fed453%252Fdownload__1_.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মঙ্গল গ্রহ নয়, পৃথিবী টানে বিল গেটসকে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১
অন্যান্য প্রযুক্তি উদ্যোক্তার মতো মহাকাশ ভ্রমণ বা মঙ্গল গ্রহ টানে না বিল গেটসকে। এর চেয়ে তাঁর মন টানে পৃথিবীর মানুষের নানা সমস্যা। পৃথিবীর মানুষের নানা সমস্যা সমাধানে তাঁর আগ্রহ বেশি। সে কথাটি আবার নতুন করে জানালেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভালোবাসা
- পৃথিবী
- বিল গেটস