ইবোলা ভাইরাস : আফ্রিকার ছয় দেশকে সতর্ক করল ডব্লিউএইচও
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে এবার আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, ওই অঞ্চলে এখন শুধু করোনাভাইরাস (কোভিড-১৯) নয়, ইবোলা ভাইরাসও ঝুঁকির কারণ হয়ে উঠছে।
সম্প্রতি আফ্রিকার দেশ গিনি ও ডিআর কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গিনিতে তিনজন ও ডিআর কঙ্গোতে এক নারীর মৃত্যু হয়েছে।