পঙ্গুত্বকে হার মানিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অদম্য এমন মানুষের গল্প প্রায়ই শোনা গেলেও কলঙ্কের চিত্রটিও যেন এক সুতায় গাঁথা। মাদক ব্যবসায়ী পঙ্গু লিটন ওরফে খাইরুল ইসলামের (৫০) গল্পটা সেরকমই। দেখে যে কারও মনে দয়া হলেও লিটনের বাস্তবের চিত্রটি আলাদা। হেরোইন ও ইয়াবা ব্যবসার পাশাপাশি সেবন করেন নিজেও। পুলিশ ও এলাকাবাসীর চোখ ফাঁকি দিতে পঙ্গুত্বই তার পুঁজি। আর মাদক সরবরাহের প্রধান বাহন তার সবচেয়ে প্রয়োজনীয় হুইল চেয়ারটি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা হাতেনাতে হোরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করে লিটনকে। এরপরই জানা যায় লিটনের রমরমা মাদক ব্যবসার অজানা কাহিনী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.