![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftan-20210217154452.jpg)
বহুগামিতা : ভালোবাসা না প্রতারণা?
বহুগামিতা ; ভালোবাসার আশ্বাসে ইচ্ছে পূরণের নষ্টামী। সত্যিকারের কাউকে ভালোবাসলে বহুগামী হওয়া অসম্ভব। মনে রাখা জরুরি মন ভাগ করা যায় না বরং সময় ভাগ করে বহুজনকে বিলানো যায়। এটাও সত্যি যে, সময় বিলানো আবেগী মুহূর্ত নয়;
কেবলই শারীরিক সম্পর্কের অভিপ্রায়। যেখানে মনের টান নিছক অর্জনের প্রণোদনায় গুটি কয়েক বাক্য ব্যয়। জাগতিক দায়িত্বের সম্পর্কে দূরত্ব তৈরি হলে সম্মানের সাথে দূরে সরে যাওয়া উত্তম। সাথে থেকে বহুগামী মানসিকতায় শুধু নিজেকে সহজলভ্য সস্তা পন্য বানানো।