পিছু হটায় বিএনপির প্রার্থীর ভরাডুবি
ভয় পেয়ে পিছু হটার কারণেই কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভরাডুবি হয়েছে। বিশাল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাঁকে পরাজিত করেছেন। যদিও শুরুর তিন ঘণ্টা পর অনিয়মের অভিযোগ তুলে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
পৌর বিএনপির আহ্বায়ক এহেসান কুফিয়া ছিলেন বাজিতপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী। এর আগে আরও দুবার প্রতিদ্বন্দ্বিতা করে একবার জয় পান। তাঁর বাবা আবদুল্লাহ বুরহান কুফিয়া এই পৌরসভার চারবারের চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিক ও নির্বাচনী পরিবারের সন্তান হলেও তাঁর এবারের পরাজয়ের পার্থক্য অনেক বড়। তিনি মাত্র ৬৯৭ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট। ভোটের ব্যবধান ১৩ হাজার ৮৮৬।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে