খরচ বেশি, বাজারে দর কম, লোকসানে চাষি
এবার পেঁয়াজের আবাদে কৃষকের খরচ হয়েছে অন্য যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। তা সত্ত্বেও পাবনার সাঁথিয়া ও বেড়ায় রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কিন্তু উৎপাদিত পেঁয়াজ হাটে এনে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। কৃষকদের দাবি, এবার প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ২৫ থেকে ২৮ টাকা। অথচ বাজারে তাঁদের ১৮ থেকে ২৩ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
পেঁয়াজের ভান্ডার বলে পরিচিত সাঁথিয়া দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। তবে এ ক্ষেত্রে বেড়া উপজেলাও রয়েছে সামনের সারিতে। কৃষক ও কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর সাঁথিয়া উপজেলায় ১৬ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল।