অভিশংসন আদালতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থেকেও রোষানল থেকে বাঁচতে পারলেন না রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা সিনেটর মিচ ম্যাককনেল। সহকর্মী ম্যাককনেলকে একজন একগুঁয়ে, গোমড়ামুখো ও গম্ভীর রাজনৈতিক নেতা বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। দল এমন নেতার সঙ্গে থাকলে কখনো শক্তিশালী ও জনগণের শ্রদ্ধা পাবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
ট্রাম্পের চার বছরের সহযোগী ছিলেন ম্যাককনেল। ট্রাম্প ক্ষমতায় থাকাকালে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি ট্রাম্পের পাশেই থেকেছেন সব সময়। এমনকি গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের দীর্ঘ সময় পরও ট্রাম্পের অবস্থানের কাছাকাছি থেকেছেন তিনি।
তবে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের সহিংসতার পর সিনেটে দাঁড়িয়ে ম্যাককনেল বলেছিলেন, সহিংসতার জন্য উসকানি দেওয়ার নৈতিক দায় রয়েছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের। একপর্যায়ে মনে করা হচ্ছিল, অভিশংসন আদালতে ট্রাম্পের দণ্ড পাওয়ার পক্ষে তিনি ভোট দেবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.